জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোন্নাফকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) সদ্য সাবেক সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান সেপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পরিবেশনবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. জান্নাত আলী ও একই ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. তানজিদ হাসান প্রিন্স এবং কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান। সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সিনিয়রদের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সকলের পরামর্শক্রমে সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ সাধনে ইতিবাচক ভূমিকা রাখতে। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ে আমি আমার জেলাকে আরও সক্রিয় ও এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’
35
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোন্নাফকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) সদ্য সাবেক সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান সেপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পরিবেশনবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. জান্নাত আলী ও একই ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. তানজিদ হাসান প্রিন্স এবং কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সিনিয়রদের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সকলের পরামর্শক্রমে সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ সাধনে ইতিবাচক ভূমিকা রাখতে। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ে আমি আমার জেলাকে আরও সক্রিয় ও এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’