সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্টা গ্রামে চাঁদা না পেয়ে পুকুর দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে মাছের পোনা ছাড়তে গেলে স্থানীয় সোহেল রানা জীবনের নেতৃত্বে কয়েকজন যুবক পুকুর মালিকদের উপর হামলা চালায়। এতে মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) আহত হয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি হন। পুকুর মালিকরা জানান, তারা গত বছরের নভেম্বরে প্রকৃত মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে পুকুরটি ক্রয় করেন। এরপর থেকেই জীবন ও তার সহযোগীরা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়, পরে গ্রামবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
122
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্টা গ্রামে চাঁদা না পেয়ে পুকুর দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে।
গত বুধবার সকালে মাছের পোনা ছাড়তে গেলে স্থানীয় সোহেল রানা জীবনের নেতৃত্বে কয়েকজন যুবক পুকুর মালিকদের উপর হামলা চালায়। এতে মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) আহত হয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি হন।
পুকুর মালিকরা জানান, তারা গত বছরের নভেম্বরে প্রকৃত মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে পুকুরটি ক্রয় করেন। এরপর থেকেই জীবন ও তার সহযোগীরা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়, পরে গ্রামবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।