'আমরা মিলেছি আজ হৃদয়ের টানে'- এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ভিআইপি গলি কাটাখালীর পশ্চিমপাশে এ অফিস উদ্বোধন করা হয়। এসময় সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের নির্বাহী কমিটির সভাপতি শরীফ আহমেদ বলেন, ২০২২ সাল থেকে পরিচালিত হয়ে আসছে এসএসসি ৯৪ ব্যাচ সংগঠনটি। অরাজনৈতিক ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি। দরিদ্র হতদরিদ্রের মাঝে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেই। শুধু তাই নয়, বন্যা-দুর্যোগ যেখানে ৯৪ ব্যাচ সংগঠন সেখানে। সিরাজগঞ্জ এসএসসি ব্যাচের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ইমন বলেন, বন্ধুদের বন্ধুত্ব আমরণ আকড়ে রাখার জন্য সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের এই অরাজনৈতিক সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। অফিস উদ্বোধনকালে বন্ধুদের উপস্থিতিতে আড্ডা ও মিলন মেলায় পরিনত হয় নতুন অফিস প্রাঙ্গন। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে এসএসসি ব্যাচের বন্ধুরা ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই আয়োজনে।
296
‘আমরা মিলেছি আজ হৃদয়ের টানে’- এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের অফিস উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ভিআইপি গলি কাটাখালীর পশ্চিমপাশে এ অফিস উদ্বোধন করা হয়।
এসময় সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়।
সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের নির্বাহী কমিটির সভাপতি শরীফ আহমেদ বলেন, ২০২২ সাল থেকে পরিচালিত হয়ে আসছে এসএসসি ৯৪ ব্যাচ সংগঠনটি। অরাজনৈতিক ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি। দরিদ্র হতদরিদ্রের মাঝে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেই। শুধু তাই নয়, বন্যা-দুর্যোগ যেখানে ৯৪ ব্যাচ সংগঠন সেখানে।
সিরাজগঞ্জ এসএসসি ব্যাচের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ইমন বলেন, বন্ধুদের বন্ধুত্ব আমরণ আকড়ে রাখার জন্য সিরাজগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের এই অরাজনৈতিক সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।
অফিস উদ্বোধনকালে বন্ধুদের উপস্থিতিতে আড্ডা ও মিলন মেলায় পরিনত হয় নতুন অফিস প্রাঙ্গন। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে এসএসসি ব্যাচের বন্ধুরা ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই আয়োজনে।