1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষক পরিষদ ২০২৬ গঠিত
নতুন সংবাদ
                   
                       

সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষক পরিষদ ২০২৬ গঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
81

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ ২০২৬ গঠিত হয়েছে। নবনির্বাচিত এই পরিষদকে ঘিরে শিক্ষক মহলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি শিক্ষক সমাজ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঘোষিত কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ফেরদৌস আরা। যুগ্ম সম্পাদক মো. রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলালউদ্দিন।

নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকগণ নির্বাচন শেষে ফলাফল প্রিন্সিপালের হাতে তুলে দেন।

শিক্ষক সমাজ মনে করেন, নতুন নেতৃত্বের হাত ধরে কলেজের শিক্ষা-গবেষণা, সংস্কৃতি এবং সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও আধুনিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে নবনির্বাচিত পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষকরা আশা প্রকাশ করেছেন যে শিক্ষক পরিষদ ২০২৬ কলেজের ঐতিহ্য, সুনাম ও উন্নয়নকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করবে।

পুরো ভোটের ফলাফল:

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত