1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে পাড়া-ভিত্তিক সংঘর্ষ: দুই মামলায় গ্রেফতার ১৩, কঠোর অবস্থানে পুলিশ
নতুন সংবাদ
                   
                       

সিরাজগঞ্জে পাড়া-ভিত্তিক সংঘর্ষ: দুই মামলায় গ্রেফতার ১৩, কঠোর অবস্থানে পুলিশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
96

সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল, বনবাড়িয়া ও চক শিয়ালকোল এলাকায় গত ৬ ও ৭ ডিসেম্বর ঘটে যাওয়া পাড়ায়-পাড়ায় সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে।

পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংঘর্ষের দুই দিনের ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়। এসব মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, তাদের কঠোর ও সক্রিয় অবস্থানের কারণে ৮ ডিসেম্বর শহরে কোনো উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে, যাতে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয়।

এ ধরনের ঘটনায় সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, ভবিষ্যতে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে তারা আরও জানিয়েছে—জেলার প্রতিটি মানুষের জান-মাল ও সম্পত্তির নিরাপত্তা বিধানে পুলিশ বদ্ধপরিকর।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত