সার্প এনজিওর নির্বাহী পরিচালক আবুল হোসেনের ইন্তেকাল
কাজী সোহেল রানা
আপডেট সময়
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সার্প এনজিওর নির্বাহী পরিচালক আবুল হোসেনের ইন্তেকাল
সিরাজগঞ্জের সোসাইটি ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপলস (সার্প) এনজিওর নির্বাহী পরিচালক মো.আবুল হোসেন হাসান (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের ব্রাক্ষন গ্রামের বাসিন্দা ছিলেন। ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে এনজিও সূত্রে জানা গেছে। তিনি দির্ঘদিন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা কোর্টের আইনজীবী হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, দক্ষতা এবং সমাজ উন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। আবুল হোসেনের মৃত্যুতে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও স্বজনরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
55
সিরাজগঞ্জের সোসাইটি ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপলস (সার্প) এনজিওর নির্বাহী পরিচালক মো.আবুল হোসেন হাসান (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের ব্রাক্ষন গ্রামের বাসিন্দা ছিলেন।
৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে এনজিও সূত্রে জানা গেছে।
তিনি দির্ঘদিন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা কোর্টের আইনজীবী হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, দক্ষতা এবং সমাজ উন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন।
আবুল হোসেনের মৃত্যুতে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও স্বজনরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।