সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ছোঁয়া মনির (৭) মৃত্যু এক মর্মান্তিক ঘটনায় রূপ নিয়েছে। মাদ্রাসা থেকে ফেরার পথে নিষ্পাপ এই শিশুটিকে তারই ফুপাতো ভাই মনিরুল ইসলাম জিহাদ (২১) নির্মমভাবে হত্যা করে। শিশু ছোঁয়া মনি সেদিন সকালে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। জিহাদের লালসার শিকার হতে গিয়ে প্রাণ হারাতে হয় তাকে। প্রতিবেশীর একটি পরিত্যক্ত টয়লেটে লুটিয়ে পড়তে হয় ছোট্ট শিশুটির নিথর দেহ। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বিবরণ দিয়েছে।” পরিবার আর স্বজনেরা প্রথমে খুঁজে বেড়িয়েছেন চারদিকে। মসজিদের মাইকিংয়েও ডাক পড়েছে তাকে ফেরানোর। অথচ সেই খোঁজার ভিড়ের মধ্যেই ছিল খুনি। নিজের অপরাধ ঢাকতে জিহাদও খুঁজে বেড়ানোর ভান করেছে। এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক জিহাদের রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে। ছোঁয়া মনির মর্মান্তিক মৃত্যুতে মায়ের কান্নায়, বাবার বুকভাঙা আহাজারিতে মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায় গ্রাম। মাত্র সাত বছরের একটি শিশু, যে হাসি-খুশি খেলায় ভরিয়ে তুলত চারপাশ—আজ নেই। মানুষের লোভ আর পাশবিকতার কাছে তার জীবন থেমে গেল নিষ্ঠুরভাবে।
58
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ছোঁয়া মনির (৭) মৃত্যু এক মর্মান্তিক ঘটনায় রূপ নিয়েছে। মাদ্রাসা থেকে ফেরার পথে নিষ্পাপ এই শিশুটিকে তারই ফুপাতো ভাই মনিরুল ইসলাম জিহাদ (২১) নির্মমভাবে হত্যা করে।
শিশু ছোঁয়া মনি সেদিন সকালে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। জিহাদের লালসার শিকার হতে গিয়ে প্রাণ হারাতে হয় তাকে। প্রতিবেশীর একটি পরিত্যক্ত টয়লেটে লুটিয়ে পড়তে হয় ছোট্ট শিশুটির নিথর দেহ।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বিবরণ দিয়েছে।”
পরিবার আর স্বজনেরা প্রথমে খুঁজে বেড়িয়েছেন চারদিকে। মসজিদের মাইকিংয়েও ডাক পড়েছে তাকে ফেরানোর। অথচ সেই খোঁজার ভিড়ের মধ্যেই ছিল খুনি। নিজের অপরাধ ঢাকতে জিহাদও খুঁজে বেড়ানোর ভান করেছে।
এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক জিহাদের রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।