1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
এনডিপিতে ৫০টি পদে চাকরির সুযোগ, বেতন ৩৫ হাজার
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

এনডিপিতে ৫০টি পদে চাকরির সুযোগ, বেতন ৩৫ হাজার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
164

স্বনামধন্য উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) শাখা ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেবে। দেশের বিভিন্ন স্থানে এনডিপির কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে এই পদে ৫০ জন অভিজ্ঞ প্রার্থী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্থাটি দীর্ঘদিন ধরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় সারা দেশে বিভিন্ন উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫০
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা
বেতন: ৩২,০০০–৩৫,০০০ টাকা (প্রশিক্ষণকালীন), স্থায়ী হওয়ার পর ৪১,০০০–৪৪,৭৪০ টাকা ও অন্যান্য সুবিধা
অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর (এর মধ্যে ৩ বছর ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি (অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকার)
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫

মূল দায়িত্ব:

* শাখা পর্যায়ের কর্মীদের তদারকি ও দিকনির্দেশনা
* ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং
* সঞ্চয় ও ঋণ বিতরণসহ আর্থিক ব্যবস্থাপনা
* রিপোর্ট প্রস্তুত ও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
* স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃত্বের সঙ্গে সমন্বয়

সুবিধাসমূহ:
দুটি উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা (৬০%), প্রভিডেন্ট ফান্ড (১২.৫%), আকর্ষণীয় গ্র্যাচুইটি সুবিধা, বাসস্থান, যাতায়াত ও খাবার ভাতা, দুর্ঘটনা সহায়তা ও হাউজ লোন (চাকরি স্থায়ী হওয়ার পর)।

বিশেষ শর্ত:
নির্বাচিত প্রার্থীদের ২০,০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) জমা দিতে হবে। নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা হাতে লেখা বা কম্পিউটার টাইপকৃত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পাঠাতে পারবেন নিম্নোক্ত ঠিকানায়—

সহকারী পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)
কাজী মতিয়ার রহমান রোড, মাসুমপুর, সিরাজগঞ্জ
পোস্ট বক্স–০২, সিরাজগঞ্জ

অথবা অনলাইনে আবেদন করা যাবে:
https://jobs.bdjobs.com/jobdetails/?id=1420596&ln=1

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!