1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’
62

হেইফার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ব্যবস্থাপনায় পরিচালিত ‘BD Beef and Goat Value Chain Signature Program’র আওতায় ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবারের ধাপে নতুনভাবে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’ উপলক্ষে ২৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে- চরবেড়া, গোজা, আঙ্গারু, ভরমোহনী, নাইমুরী, জগজীবনপুর ও রোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক Ms. Haewon Lee, এনডিপি’র নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন খান, গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিনেশ নাগ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, এনডিপি ও হেইফার ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বাজারজাতকরণ) মিস সুরাইয়া সিদ্দিকী শক্তি দইয়ের পুষ্টিগুণ, উৎপাদন ও বিতরণ প্রক্রিয়া নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ, সমবায়ের মাধ্যমে দুধ হস্তান্তর এবং প্রক্রিয়াজাতকরণের পর বিদ্যালয়ে শক্তি দই সরবরাহের পূর্ণ প্রক্রিয়া তুলে ধরেন।

অনুষ্ঠানে শিশুদের মাঝে শক্তি দই বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পাপেট শো ও কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল— ‘শক্তিতে বুদ্ধিতে বেড়ে উঠি।’

অংশগ্রহণকারীরা বলেন, ‘মিল্ক ফর স্কুল’ উদ্যোগটি শিশুদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগে খামারিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা টেকসই পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেড, মেঘনা সমবায় সমিতি ও সাতটি বিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুধ সরবরাহ ও বিদ্যালয়ে শক্তি দই বিতরণের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও সুসংহত হয়।

প্রসঙ্গত, এনডিপি ও হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে তিনটি বিদ্যালয়ে ‘মিল্ক ফর স্কুল’ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরও দুটি বিদ্যালয় যুক্ত হয়। বর্তমান দ্বিতীয় ধাপে নতুন সাতটি বিদ্যালয় সংযুক্ত হওয়ায় এখন থেকে উল্লাপাড়া উপজেলার মোট ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম বাস্তবায়িত হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!