রায়গঞ্জে ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ লাখ জরিমানা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
রায়গঞ্জে ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ লাখ জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯টি ইটভাটায় পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হয়। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা অভিযানের নেতৃত্ব দেন। অভিযুক্ত ইটভাটাগুলোর মধ্যে উপজেলার শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
42
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯টি ইটভাটায় পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হয়। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা অভিযানের নেতৃত্ব দেন।
অভিযুক্ত ইটভাটাগুলোর মধ্যে উপজেলার শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।