সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ থাকা রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে নিখোঁজ হওয়ার পর সোমবার (১১ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিব উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আউয়াল হোসেনের ছেলে এবং বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাকিব চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় বন্ধুরা ও আশপাশের লোকজন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল আসার আগেই সোমবার সকালে স্থানীয়রা নদীতে রাকিবের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
Tags: উল্লাপাড়া, নদীতে ডুবে মৃত্যু