রায়গঞ্জে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
রায়গঞ্জে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়ার রমজান আলীর ছেলে। আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস ও রায়হান আলী। জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এরশাদ আলীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাঠায়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘সিএনজিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
34
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়ার রমজান আলীর ছেলে।
আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস ও রায়হান আলী।
জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এরশাদ আলীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাঠায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘সিএনজিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’