ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, “মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার সুযোগ পেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।” বিশেষ অতিথি ছিলেন প্রফেসর করুনা রাণী সাহা, সাবেক অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। তিনি বলেন, “দারিদ্র্যের কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবার দায়িত্ব নিতে হবে।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম। তিনি জানান, “বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়বে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু ও আরও অনেক অভিভাবক। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও অতিথিদের হাতে বৃত্তির অর্থ ও সনদ গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।
147
সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, “মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার সুযোগ পেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।”
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর করুনা রাণী সাহা, সাবেক অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। তিনি বলেন, “দারিদ্র্যের কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবার দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম। তিনি জানান, “বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়বে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু ও আরও অনেক অভিভাবক।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও অতিথিদের হাতে বৃত্তির অর্থ ও সনদ গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।