সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস আহমেদ। তিনি কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. জামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মো. ফেরদৌস আহমেদ গোসল করার উদ্দেশ্যে কুনকুনিয়া জিরো পয়েন্ট সংলগ্ন যমুনা নদীতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিক্ষার্থী কাজিপুর মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো তার সন্ধান মেলেনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তবে ০১৩১১-৯১১৩৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
40
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস আহমেদ। তিনি কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মো. ফেরদৌস আহমেদ গোসল করার উদ্দেশ্যে কুনকুনিয়া জিরো পয়েন্ট সংলগ্ন যমুনা নদীতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থী কাজিপুর মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তবে ০১৩১১-৯১১৩৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।