চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিট। সংস্থাটির উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সুইস রেডক্রসের অর্থায়নে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি টি. এ. হামিদ তানহা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, কার্যনির্বাহী কমিটির সদস্য এস. এম তানভীর মাহমুদ পলাশ, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান রাসেল, প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম রিংকু, অফিসার তাজুল ইসলাম তাজসহ যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Tags: রেড ক্রিসেন্ট সোসাইটি, শীতবস্ত্র বিতরণ