জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) নিজস্ব তহবিল থেকে অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে এনডিপি প্রধান কার্যালয়ে সদর উপজেলার খামার বড়ধুর গ্রামের কিডনি ও হৃদরোগে আক্রান্ত মো. আব্দুল মালেক এবং বাগবাড়ী গ্রামের ক্যান্সার আক্রান্ত মো. ফজলার রহমানকে চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন এনডিপি’র সহকারী পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. মিজানুর রহমান মিজান, সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) মো. বেলাল হোসেন এবং আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
62
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) নিজস্ব তহবিল থেকে অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে এনডিপি প্রধান কার্যালয়ে সদর উপজেলার খামার বড়ধুর গ্রামের কিডনি ও হৃদরোগে আক্রান্ত মো. আব্দুল মালেক এবং বাগবাড়ী গ্রামের ক্যান্সার আক্রান্ত মো. ফজলার রহমানকে চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন এনডিপি’র সহকারী পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. মিজানুর রহমান মিজান, সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) মো. বেলাল হোসেন এবং আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।