সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষ ও মারামারি রোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন সময় গোষ্ঠীগত সংঘর্ষ ও মারামারির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এসব ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংঘর্ষ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেন।
এরই ধারাবাহিকতায় সংঘর্ষ ও মারামারি প্রতিরোধে ভাঙ্গাবাড়ি, গুড়ের বাজার, কাঠেরপুল, কোবদাসপাড়া, একডালা পূর্ণবাসন, গয়লা, হোসেনপুর, মালশাপাড়া, সরদারপাড়া, মাসুমপুর, পুরাতন ভাঙ্গাবাড়িসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশি মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষকে সংঘর্ষে জড়িত না হওয়া এবং আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।
জেলা পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি নির্দেশনা অমান্য করে ভবিষ্যতে কেউ পুনরায় সংঘর্ষ বা মারামারির সঙ্গে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
Tags: মহল্লার মধ্যে সংঘর্ষ, সিরাজগঞ্জ