1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
জন্মদিনে গুণী অভিনেতা জাহিদ হাসানকে স্মরণ
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

জন্মদিনে গুণী অভিনেতা জাহিদ হাসানকে স্মরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
জাহিদ হাসান
163

বাংলাদেশের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র জগতে এক অনন্য নাম জাহিদ হাসান। বহুমুখী অভিনয়শৈলী ও ক্যারিশমায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার আজ জন্মদিন।

১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন জাহিদ হাসান। বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন কাস্টম কর্মকর্তা এবং মা হামিদা বেগম ছিলেন গৃহিণী। আট ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। শৈশব-কৈশোরের পড়াশোনা করেন সিরাজগঞ্জ ও বেনাপোলে।

স্কাউট ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। স্থানীয় নাট্যদল সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায়–এর মাধ্যমে মঞ্চে নিয়মিত অভিনয় করেন। ১৯৮৪ সালে এই দলের নাটক সাত পুরুষের ঋণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৮৬ সালে বলবান চলচ্চিত্রে। তবে ১৯৯০ সালে টেলিভিশন নাটক জীবন যেমন তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে।

জাহিদ হাসান ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম সমাপ্তি–তে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে হয়ে ওঠেন ঘরে ঘরে প্রিয় মুখ। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও রেখেছেন বিশেষ অবদান। তার পরিচালিত ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি, ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা ও ছন্নছাড়া দর্শকপ্রিয়তা পেয়েছে। টেলিছবির মধ্যেও আছে উল্লেখযোগ্য কাজ।

ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

আজ জন্মদিনে ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সিরাজগঞ্জের সন্তান এই গুণী অভিনেতা এখনো বিনোদন জগতে এক অনন্য নক্ষত্র হয়ে আছেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!