সিরাজগঞ্জে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমের পুষ্টিগুণ বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের অংশীদার সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. রাফি আলম সাগর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আমির হামজা ডিমের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিমের গুরুত্ব এবং নিয়মিত ডিম গ্রহণের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সুষম খাদ্য নিশ্চিত করতে ডিম হতে পারে সহজলভ্য ও কার্যকর একটি উৎস।
সভাপতির বক্তব্যে মোসলেম উদ্দিন আহমেদ এনডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুষ্টিকর ডিম খাওয়ানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
Tags: এনডিপি, ডিমের পুষ্টিগুণ