সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: আবারও প্রেসিডেন্ট নির্বাচিত সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: আবারও প্রেসিডেন্ট নির্বাচিত সাইদুর রহমান বাচ্চু
দীর্ঘ ১২ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। অর্ডিনারি গ্রুপে সাইদুর রহমান বাচ্চু আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মধ্যরাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে চেম্বার ভবন ও আশপাশের এলাকায় ভোটারদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পান আর জামায়াত মনোনীত সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিক খসরু পান ৯৮ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অমর কৃষ্ণ দাস, আব্দুল কাদের সেখ। পরিচালক নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, তানভীর মাহমুদ পলাশ, মো. আবু সাইদ, শফিকুল ইসলাম জিন্নাহ, একাব্বর আলীসহ মোট ১৪ জন। দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটির অধীনে চেম্বারের কার্যক্রম চলায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ায় ব্যবসায়ী মহলে বাড়তি উদ্দীপনা দেখা যায়। শহরের এসএস রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। প্রচারণামূলক কার্যক্রমে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে ভোটার সংখ্যা ৪৩৮ জন। এ গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার ৬৮ জন এবং ৭টি পদের বিপরীতে লড়ছেন ১১ জন প্রার্থী। অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ব্যবসায়ী সমাজ মনে করছে, নতুন নেতৃত্ব নির্বাচিত হলে জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ফল ঘোষণার পর বিজয়ী পরিচালকদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দেখুন: সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিজয়ীদের পুরো তালিকা
289
দীর্ঘ ১২ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। অর্ডিনারি গ্রুপে সাইদুর রহমান বাচ্চু আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মধ্যরাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
শনিবার সকাল থেকে চেম্বার ভবন ও আশপাশের এলাকায় ভোটারদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পান আর জামায়াত মনোনীত সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিক খসরু পান ৯৮ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অমর কৃষ্ণ দাস, আব্দুল কাদের সেখ।
পরিচালক নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, তানভীর মাহমুদ পলাশ, মো. আবু সাইদ, শফিকুল ইসলাম জিন্নাহ, একাব্বর আলীসহ মোট ১৪ জন।
দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটির অধীনে চেম্বারের কার্যক্রম চলায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ায় ব্যবসায়ী মহলে বাড়তি উদ্দীপনা দেখা যায়। শহরের এসএস রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। প্রচারণামূলক কার্যক্রমে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে ভোটার সংখ্যা ৪৩৮ জন। এ গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার ৬৮ জন এবং ৭টি পদের বিপরীতে লড়ছেন ১১ জন প্রার্থী।
অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।
দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ব্যবসায়ী সমাজ মনে করছে, নতুন নেতৃত্ব নির্বাচিত হলে জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
ফল ঘোষণার পর বিজয়ী পরিচালকদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।