চৌহালীতে মৎস্য সপ্তাহে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
চৌহালীতে মৎস্য সপ্তাহে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মো. তানভির হায়দার মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে।
230
সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মো. তানভির হায়দার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে।