সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এই অবরোধ কর্মসূচি শেষে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীরা জানান, আগামী ১৭ আগস্ট একনেকের বৈঠকে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না হলে তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অবরোধ চলাকালে যমুনা সেতু পশ্চিম এলাকায় রেল ও সড়কপথে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল ১৩ আগস্ট শিক্ষার্থীরা উল্লাপাড়ায় রেল ব্লকেড করেছিল। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। এবার তারা রেল ব্লকেড কর্মসূচি ও যমুনাসেতু মহাসড়ক অবরোধ করলো।
144
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এই অবরোধ কর্মসূচি শেষে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীরা জানান, আগামী ১৭ আগস্ট একনেকের বৈঠকে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না হলে তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
অবরোধ চলাকালে যমুনা সেতু পশ্চিম এলাকায় রেল ও সড়কপথে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গতকাল ১৩ আগস্ট শিক্ষার্থীরা উল্লাপাড়ায় রেল ব্লকেড করেছিল।
গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। এবার তারা রেল ব্লকেড কর্মসূচি ও যমুনাসেতু মহাসড়ক অবরোধ করলো।