1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ে আশাবাদী সিরাজগঞ্জ জেলা ফুটবল দল
নতুন সংবাদ
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি
                   
                       

জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ে আশাবাদী সিরাজগঞ্জ জেলা ফুটবল দল

নাজমুল ইসলাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
244

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের ফুটবল কোচ ও অধিনায়ক জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। বাফুফে ভবনে শুক্রবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর বিকেল ২টায় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে সিরাজগঞ্জ ও দিনাজপুর, যা দেশের গ্রাসরুট ফুটবলের সবচেয়ে বড় লড়াই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। এছাড়া ছিলেন বিএফএফ নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহিন)।
জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ে আশাবাদী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অংশ নেন দলের প্রধান কোচ মাহবুবুল আলম এবং অধিনায়ক মিলন কাসেম। তারা জানান, সিরাজগঞ্জ দল প্রস্তুত এবং এই ঐতিহাসিক ম্যাচে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। পুরো জেলা থেকেই সমর্থকদের বিশাল উৎসাহ–উদ্দীপনা পাওয়া যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

দিনাজপুর দলের প্রধান কোচ শামীম আহমেদ এবং অধিনায়ক মোঃ মাসুদ রানা ও সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা দুই দলের জন্যই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু ও চমৎকার ম্যাচের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাইনাল ম্যাচকে ঘিরে সিরাজগঞ্জে এখন উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থা ও কোচিং স্টাফদের আশা, সিরাজগঞ্জ দল মাঠে নিজেদের সেরা সামর্থ্য দেখিয়ে শিরোপা নিয়ে ঘরে ফিরবে।

আগামীকালের ম্যাচের প্রতি সিরাজগঞ্জবাসীর দৃষ্টি এখন রাজধানীর মোস্তফা কামাল স্টেডিয়ামের দিকে, যেখানে ইতিহাস গড়ার অপেক্ষায় সিরাজগঞ্জের ফুটবল তারকারা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!