চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের কারণে দুর্ভোগে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, শৈত্যপ্রবাহের কারণে যাতে কোনো মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলার অসহায়, গৃহহীন ও নিম্নআয়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা করে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম আরও জানান, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয়রা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র শীতে সরকারের এই সহায়তা অসহায় মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
Tags: শীতবস্ত্র বিতরণ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক