সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে রিফাত হোসেন নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত ওই গ্রামের মো. শাহাদত হোসেন ও মোছা. মঞ্জিলা খাতুন দম্পতির একমাত্র ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মা মঞ্জিলা খাতুন শিশুকে বাড়ির উঠানে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের বর্ষার পানিতে ভরা ডোবার মধ্যে পড়ে যায় রিফাত। কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজ করতে থাকেন।
চাচাতো দাদা সৌয়দ আলী জানান, হঠাৎ ডোবার পানিতে কিছু নড়াচড়া দেখে কাছে গিয়ে দেখি ছোট বাচ্চা। দ্রুত তাকে পানি থেকে তুলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Tags: উল্লাপাড়া, পানিতে ডুবে মৃত্যু