নানা আয়োজনে সিরাজগঞ্জে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জেলার বিভিন্ন জায়গা ঘুরে এ তথ্য জানা গেছে।
এ সময় মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জের কিশোর-তরুণদের মধ্যে এক উৎসবের ভাব বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদ কর্মসূচি পালিত হচ্ছে।
এ ছাড়া সিরাজগঞ্জে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Tags: সিরাজগঞ্জে বিজয় দিবস