সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৫ খুদে ফুটবলার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) এই বাছাইয়ে ৩০ জন খুদে ফুটবলারকে নির্বাচিত করা হয়। তারা এক মাসব্যাপী বিশেষ ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সাবেক কৃতি ফুটবলার ও সফল সংগঠক স্টালিন, ক্রীড়া সংগঠক আনোয়ারুল ইসলাম আজিম, কোচ খোকন, সজীব সিরাজী এবং ছাত্র সমন্বয়ক সজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ফুটবলাররা তাদের দক্ষতা ও ফিটনেস উন্নত করার সুযোগ পাবেন। এতে করে জেলার কিশোর খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা নির্বাচিত ফুটবলারদের জন্য শুভকামনা জানিয়ে বলেন, খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভা বিকাশ ঘটাতে হবে।
Tags: ফুটবল বাছাই, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা