জাতীয় ক্রিকেট দলের তারকা তৌহিদ হৃদয় বর্তমানে তার মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, তার মা ক্যান্সারে আক্রান্ত এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত ‘খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল’-এ।
১৪ আগস্ট রাতে ফেসবুক পোস্টে মায়ের চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার মাঝে একের পর এক ফোনকল ও গুজবে বিরক্ত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হৃদয়।
তৌহিদ হৃদয় তার ফেসবুক পোস্টে লিখেছেন,
“বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এতো ফোন… ভিউ বাণিজ্যর জন্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।”

তৌহিদ হৃদয়ের পোস্টে উল্লেখিত এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম উন্নত এবং সুসজ্জিত বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে একটি। এই হাসপাতালটি আধুনিক চিকিৎসা সুবিধা, দক্ষ চিকিৎসক দল, উন্নত প্রযুক্তি ও সার্বক্ষণিক সেবার জন্য পরিচিত। এখানে ক্যান্সার চিকিৎসা, হার্ট, কিডনি, নিউরো এবং জেনারেল সার্জারির মতো জটিল ও উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও, হাসপাতালটির সঙ্গে একটি মেডিকেল কলেজ সংযুক্ত রয়েছে যেখানে দেশে ও বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে নেপাল, ভারত, মালদ্বীপ, নাইজেরিয়া ও সোমালিয়া থেকেও শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছেন।
সিরাজগঞ্জ জেলা এখন শুধু একটি কৃষিনির্ভর এলাকা নয়, বরং এটি উত্তরবঙ্গের একটি গেটওয়ে জেলা হিসেবে গড়ে উঠছে। যমুনা সেতু ও যমুনা রেল সেতু এই জেলার মধ্য দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে। ফলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এই জেলায় বর্তমানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পপার্ক—যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।
বিশেষ করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ, নর্থ বেঙ্গল ইকোনমিক জোন, বিসিক শিল্পপার্ক, ইপিজেড সহ একাধিক প্রকল্প এ জেলার গুরুত্ব আরও বাড়িয়েছে। এখানকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে উন্নয়ন উত্তরাঞ্চলের মানুষকে অনেক সেবা কেন্দ্রীভূত সুযোগ এনে দিয়েছে।
তৌহিদ হৃদয়ের মায়ের চিকিৎসা সিরাজগঞ্জে হওয়া এবং এই জেলার আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অবদান, স্থানীয় উন্নয়নের বাস্তব প্রমাণ—যা সমগ্র উত্তরাঞ্চলের জন্য আশাব্যঞ্জক এক দিকচিহ্ন।
Tags: এনায়েতপুর, তৌহিদ হৃদয়