নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) তাড়াশ ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা নির্বাচন অফিসার। প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণের বিভিন্ন ধাপ, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, ভোটার সহায়তা এবং আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও সততার ওপরই নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। তাই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুত করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ কার্যক্রম স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। প্রশিক্ষণে তাড়াশ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
36
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) তাড়াশ ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা নির্বাচন অফিসার।
প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণের বিভিন্ন ধাপ, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, ভোটার সহায়তা এবং আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও সততার ওপরই নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। তাই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুত করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ কার্যক্রম স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
প্রশিক্ষণে তাড়াশ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।