সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি ট্যাংক লরি শ্রমিকরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম আলীকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২৬টি অয়েল ডিপোতে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে বাঘাবাড়ি অয়েল ডিপোর প্রধান ফটকে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। একই সঙ্গে তারা তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখেন। ফলে উত্তরবঙ্গের ১৭টি জেলার জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়। এতে বিশেষ করে ফিলিং স্টেশনে আসা সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিক নেতারা জানান, গ্রেফতারকৃত আসলাম আলীকে দ্রুত মুক্তি না দিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
Tags: ট্যাংক লরি, পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ