অমাবস্যার রাতে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
অমাবস্যার রাতে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে এই চুরির ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রথমে গোপন ছিল। বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অমাবস্যার রাতে কবরস্থানটিতে বিপুলসংখ্যক মানুষ ও মৃতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, “অমাবস্যার রাতে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। মঙ্গলবার ভোরে মুসল্লি ও স্বজনদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। দেখা যায়, মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কালগুলো চুরি করা হয়েছে। পরে কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, “এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা ধারণা করছেন, তান্ত্রিক কার্যক্রম বা কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
69
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে এই চুরির ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রথমে গোপন ছিল।
বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অমাবস্যার রাতে কবরস্থানটিতে বিপুলসংখ্যক মানুষ ও মৃতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, “অমাবস্যার রাতে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। মঙ্গলবার ভোরে মুসল্লি ও স্বজনদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। দেখা যায়, মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কালগুলো চুরি করা হয়েছে। পরে কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, “এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা ধারণা করছেন, তান্ত্রিক কার্যক্রম বা কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।