‘ধনীদের সম্পদে রয়েছে অসহায়, গরীবদের অধিকার’ প্রতিপাদ্যকে ঘিরে সিরাজগঞ্জে আলোচনা সভা ও যাকাত বিতরণ করা হয়েছে। দরিদ্র দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও বিক্রির জন্য কলা ফল, ১২টি ছাগল ও নগদ পুঁজি বিতরণ করা হয় সেসময়।
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে সিরাজগঞ্জ পৌরএলাকার ‘দারুল ইসলাম একাডেমি’তে “যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন” সিরাজগঞ্জের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ শাহাদত হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র, অসহায়, দুঃস্থদের হাতে যাকাতের সেলাই মেশিন, ছাগল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ পুঁজি হাতে তুলেদেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মুহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যাকাত ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র ডেপুটি ম্যানেজার আব্দুল কাদের ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর এস. এম আল-আমীন ফয়েজী, ডাইরেক্টর মুহাম্মদ শহিদুল ইসলাম, এফসিএম, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর ডাইরেক্টর মুহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখারসভাপতি, উপদেষ্টা যাকাত ওয়েল ফেয়ার ফাউন্ডেশন-সিরাজগঞ্জের উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম, সদর থানা জামায়াতে ইসলামী আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ
Tags: দুস্থ নারী, সেলাই মেশিন