সিরাজগঞ্জে অ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।
রোববার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন। অতিথিরা তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, এমন প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং জেলার ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।
উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা।
Tags: সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জে ফুটবল