1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে ট্রাফিক অভিযানে ৫৭৫টি মামলা, ৩০ লাখ টাকা জরিমানা
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

সিরাজগঞ্জে ট্রাফিক অভিযানে ৫৭৫টি মামলা, ৩০ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
50

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের অভিযানে ৫৭৫টি মামলার মাধ্যমে ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে, যা অফিসটির জন্য নতুন রেকর্ড। গত বছরের ডিসেম্বর মাসে ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও অটোরিকশা এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর অভিযোগে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, এর আগে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসে এত বেশি রাজস্ব আদায়ের রেকর্ড ছিল না।

তিনি আরও জানান, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ছাড়া ৭২টি মোটরসাইকেল আটক করা হয়। পরে মালিকরা বিআরটিএ অফিসে জরিমানা জমা দেওয়ার পর মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিটি মোটরসাইকেল থেকে ন্যূনতম ১৫ হাজার টাকা করে রাজস্ব আদায় হয়েছে। একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনিভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ট্রাফিক আইনের অংশ। এ কার্যক্রমের মাধ্যমে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সরকারের কৃতিত্ব। তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!