সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে সিলিন্ডার প্রায় শূন্য হয়ে পড়েছে। যেসব দোকানে সীমিত পরিসরে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্যাসের খোঁজে মানুষ এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেকেই সিলিন্ডার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। রান্নার জ্বালানি সংকটে পড়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পৌর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “কয়েক দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে, এতে বাড়তি খরচ হচ্ছে। এভাবে আর কত দিন চলবে, বুঝতে পারছি না।”
এদিকে ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়াই এই সংকটের মূল কারণ। শহরের একজন গ্যাস ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, চাহিদার তুলনায় খুবই কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না।
সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলছেন, দ্রুত এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, বাজারে তদারকি জোরদার করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
Tags: এলপিজি গ্যাস সিলিন্ডার, তীব্র সংকট, সিরাজগঞ্জ