সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সিরাজগঞ্জ সরকারি কলেজের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার থেকে শুরু হবে। পরীক্ষা কলেজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো যথাসময়ে ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
70
সিরাজগঞ্জ সরকারি কলেজের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার থেকে শুরু হবে। পরীক্ষা কলেজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো যথাসময়ে ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।