সিরাজগঞ্জ শহরের পৌরসভার ধানবান্ধি ও হোসেনপুর এলাকায় গত তিন দিনে প্রায় ২০০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, মনসুর আলী মেডক্যাল ও নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ কেউ স্থানীয় ক্লিনিকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার জানান, রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বাস্থ্য বিভাগ অবগত আছে।
নর্থবেঙ্গল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন বলেন, “প্রতিদিন গড়ে দুই-তিনজন ডায়রিয়ার রোগী আসেন, কিন্তু এবার ১৫ দিনে ১২২ জন এসেছেন। বৃহস্পতিবারই ভর্তি হয়েছেন ১৮ জন।”
রোগীরা সাপ্লাই পানি দূষিত হওয়াকে দায়ী করলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘিঞ্জি এলাকায় দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছা. শারমীন খোন্দকার বলেন, “প্রাথমিকভাবে সাপ্লাই পানি ও দুর্বল স্যানিটেশন উভয়কে কারণ হিসেবে দেখা হচ্ছে।”
অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দাবি করেছে, পরীক্ষায় পৌরসভার পানিতে মলজাত ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তবে সিভিল সার্জন ডা. নুরুল আমীন জানান, ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটকে তদন্তে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মনসুর হোসেন বলেন, “আমি, মা ও বাবা— আমরা তিনজনই সাপ্লাই পানি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি।” এদিকে ধানবান্ধি ও হোসেনপুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সচেতনতামূলক পরামর্শ
* সবসময় পানি ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন।
* খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধুতে হবে।
* কাঁচা খাবার বা অপরিষ্কার পানি দিয়ে ধোয়া সবজি ও ফল খাওয়া থেকে বিরত থাকুন।
* শিশু, বৃদ্ধ এবং রোগীদের জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
Tags: ডায়রিয়া, সিরাজগঞ্জ হাসপাতাল