লাইফস্টাইল কোচ রিনাত রিজভীর সঙ্গে ইকোনমিক জোনের বৈঠক
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
লাইফস্টাইল কোচ রিনাত রিজভীর সঙ্গে ইকোনমিক জোনের বৈঠক
সিরাজগঞ্জ ইকোনমিক জোন সম্প্রতি স্বাস্থ্য ও সুস্থতা খাতে উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে বিখ্যাত লাইফস্টাইল কোচ এম. রিনাত রিজভী (এম ফার্ম; LHMP)-এর সঙ্গে এক বৈঠক করেছে। তিনি নিউট্রাসিউটিক্যালস, ন্যাচারাল মেডিসিন এবং কসমেসিউটিক্যালস বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। ইকোনমিক জোনের ঢাকা অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রাকৃতিক চিকিৎসা ও পণ্যের আধুনিক জীবনধারায় সংযোজন, টেকসই স্বাস্থ্যসেবা সমাধান এবং ওয়েলনেস ইনোভেশনের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় এম. রিনাত রিজভী তাঁর অভিজ্ঞতা থেকে মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ইকোনমিক জোনের ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্য ও ভাবনার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। ইকোনমিক জোনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রধান প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জিএম (প্রোকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ারুল মন্ডল এবং ম্যানেজার (ইলেকট্রিক্যাল অ্যান্ড প্রোকিউরমেন্ট) এ.এফ.এম তমজিদ হোসেন। আইডিয়া বিনিময়ের এ সেশন অনুপ্রেরণাদায়ী ও কৌশলগত ছিল, যা উদ্ভাবন ও টেকসই অংশীদারিত্বের সম্ভাবনা উন্মোচন করেছে। ইকোনমিক জোন জানায়, তারা ভবিষ্যতে এ সংযোগের ভিত্তিতে অর্থবহ উদ্যোগ একসঙ্গে বাস্তবায়নের প্রত্যাশা করছে।
99
সিরাজগঞ্জ ইকোনমিক জোন সম্প্রতি স্বাস্থ্য ও সুস্থতা খাতে উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে বিখ্যাত লাইফস্টাইল কোচ এম. রিনাত রিজভী (এম ফার্ম; LHMP)-এর সঙ্গে এক বৈঠক করেছে। তিনি নিউট্রাসিউটিক্যালস, ন্যাচারাল মেডিসিন এবং কসমেসিউটিক্যালস বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইকোনমিক জোনের ঢাকা অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রাকৃতিক চিকিৎসা ও পণ্যের আধুনিক জীবনধারায় সংযোজন, টেকসই স্বাস্থ্যসেবা সমাধান এবং ওয়েলনেস ইনোভেশনের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় এম. রিনাত রিজভী তাঁর অভিজ্ঞতা থেকে মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ইকোনমিক জোনের ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্য ও ভাবনার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়।
ইকোনমিক জোনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রধান প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জিএম (প্রোকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ারুল মন্ডল এবং ম্যানেজার (ইলেকট্রিক্যাল অ্যান্ড প্রোকিউরমেন্ট) এ.এফ.এম তমজিদ হোসেন।
আইডিয়া বিনিময়ের এ সেশন অনুপ্রেরণাদায়ী ও কৌশলগত ছিল, যা উদ্ভাবন ও টেকসই অংশীদারিত্বের সম্ভাবনা উন্মোচন করেছে। ইকোনমিক জোন জানায়, তারা ভবিষ্যতে এ সংযোগের ভিত্তিতে অর্থবহ উদ্যোগ একসঙ্গে বাস্তবায়নের প্রত্যাশা করছে।