1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের অফিস পরিদর্শনে চীনের প্রতিনিধি দল
নতুন সংবাদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের অফিস পরিদর্শনে চীনের প্রতিনিধি দল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
114

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই এবং শিল্প খাতে নতুন সহযোগিতার পথ তৈরি করতে ২৩ নভেম্বর চায়না কনস্ট্রাকশন ফিফথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন (CSCEC) বা সিসিএফইডি-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের (SEZL) বনানীস্থ করপোরেট অফিস পরিদর্শন করেছেন।

এ সফরকে দুই প্রতিষ্ঠানের মধ্যকার সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন— মি. ডেনি, কান্ট্রি ডিরেক্টর; মা লি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার; লি চিংজি, ম্যানেজার (মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল); এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিরেক্টর কানিজ।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা তুলে ধরে বিস্তারিত উপস্থাপনা দেন এসইজেডএল-এর অফিসার ইন-চার্জ ও চিফ অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মো. শরিফুল ইসলাম। তিনি জোনের অবকাঠামো, রোড-নেটওয়ার্ক, ইউটিলিটি সুবিধা, শিল্পকারখানা স্থাপনে উপযোগী পরিবেশ এবং রপ্তানি খাতকে সমর্থনের নানামুখী পরিকল্পনা তুলে ধরেন।

স্বাস্থ্যসেবা খাতে এসইজেডএল-এর বিশেষ উদ্যোগ **‘এসইজেড মেডিসিটি’** সম্পর্কে উপস্থাপনা দেন ফার্মাসিউটিক্যাল টেকনিক্যাল অ্যান্ড জিএমপি কনসালট্যান্ট মো. আবদুল্লাহ আল মাহমুদ। তিনি হাসপাতাল অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা শিক্ষা, উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থা, মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং এবং ওয়েলনেস সেক্টরকে কেন্দ্র করে একটি আধুনিক স্বাস্থ্যসেবা হাব গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।

সিসিএফইডি প্রতিনিধি দল সিরাজগঞ্জ ইকোনমিক জোন এবং মেডিসিটি প্রকল্পকে সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করে। তারা বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর, আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন।

এসইজেডএল-এর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন পরিচালক শেখ মনোয়ার হোসেন এবং প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের। বৈঠকে বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোর অগ্রগতি, উৎপাদন ও রপ্তানি সুবিধা, কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হয়।

এই সফরকে এসইজেডএল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি তাদের উন্মুক্ততা, একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং দেশের টেকসই শিল্পায়নকে ত্বরান্বিত করার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছে। সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে একটি আধুনিক, টেকসই এবং আন্তর্জাতিক মানের শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!