রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ৫১৯.১৫ কোটি টাকার উন্নয়ন বাজেট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাশ হয়েছে। রোববার (১৭ আগস্ট) একনেকে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় চলমান অনশন ভেঙে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি পাস হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ ও উল্লাস প্রকাশ করেন। শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর হয়ে গেলেও নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। এতে শ্রেণিকক্ষ সংকটসহ নানা অসুবিধায় পড়তে হয় তাদের। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সবাই আনন্দিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেল পথ ও যমুনা সেতু অবরোধ করে শিক্ষার্থীরা।
106
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ৫১৯.১৫ কোটি টাকার উন্নয়ন বাজেট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাশ হয়েছে।
রোববার (১৭ আগস্ট) একনেকে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় চলমান অনশন ভেঙে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি পাস হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ ও উল্লাস প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর হয়ে গেলেও নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। এতে শ্রেণিকক্ষ সংকটসহ নানা অসুবিধায় পড়তে হয় তাদের। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সবাই আনন্দিত।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেল পথ ও যমুনা সেতু অবরোধ করে শিক্ষার্থীরা।