সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে ইন্টারমিডিয়েট শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এসে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার সংলগ্ন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ প্রাঙ্গণে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
সভায় অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন বলেন, “শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থেকে মনোযোগ দিয়ে প্রতিটি ক্লাস করলে ভালো ফলাফল করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলে আমরা তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু অনুপস্থিত থাকলে তা সম্ভব হয় না।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অভিভাবকদের সক্রিয় ভূমিকা নিতে হবে। সন্তানরা ঠিকভাবে ক্লাস করছে কিনা, মোবাইল ফোনে আসক্ত হচ্ছে কিনা—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি জরুরি।”
সভায় জানানো হয়, মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের পূর্বেই তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছিল। কিন্তু যারা অভিভাবককে সঙ্গে আনতে পারেনি, তাদের কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের ছাড়পত্র (টিসি) দেওয়া হবে।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
Tags: অভিভাবক সমাবেশ, রাশিদাজ্জোহা মহিলা কলেজ