সিরাজগঞ্জে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল থেকেই তুমুল বৃষ্টির ধারা। ভোর থেকেই মেঘে ঢাকা আকাশ, আর সেই সঙ্গে টানা বৃষ্টিতে শহর ও গ্রামীণ জনজীবনে এসেছে ভিন্ন মাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিরাজগঞ্জের তাড়াশে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে এ বৃষ্টি হচ্ছে। আগামী অন্তত তিন দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে। হঠাৎ এ ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বাজারে আসা কৃষকরা ভিজে ছাতা মাথায় নিয়ে ফিরছেন, রিকশা আর ভ্যানে যাত্রীদের ভিজে যাওয়ার বিড়ম্বনা পোহাতে হচ্ছে। তবে কৃষক সমাজে বৃষ্টির এ খবরে মিলেছে ভিন্ন আনন্দ। মাঠের ফসল, বিশেষ করে আমন ধান ও শাকসবজির জমিতে এ পানি আশীর্বাদ হিসেবে দেখা দিচ্ছে। সিরাজগঞ্জের মানুষ তাই প্রস্তুত হচ্ছেন একটানা বৃষ্টির দিনে। কেউ দেখছেন দুর্ভোগের ছবি, আবার কারও চোখে এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ।
128
সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল থেকেই তুমুল বৃষ্টির ধারা। ভোর থেকেই মেঘে ঢাকা আকাশ, আর সেই সঙ্গে টানা বৃষ্টিতে শহর ও গ্রামীণ জনজীবনে এসেছে ভিন্ন মাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিরাজগঞ্জের তাড়াশে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে এ বৃষ্টি হচ্ছে। আগামী অন্তত তিন দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে।
হঠাৎ এ ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বাজারে আসা কৃষকরা ভিজে ছাতা মাথায় নিয়ে ফিরছেন, রিকশা আর ভ্যানে যাত্রীদের ভিজে যাওয়ার বিড়ম্বনা পোহাতে হচ্ছে। তবে কৃষক সমাজে বৃষ্টির এ খবরে মিলেছে ভিন্ন আনন্দ। মাঠের ফসল, বিশেষ করে আমন ধান ও শাকসবজির জমিতে এ পানি আশীর্বাদ হিসেবে দেখা দিচ্ছে।
সিরাজগঞ্জের মানুষ তাই প্রস্তুত হচ্ছেন একটানা বৃষ্টির দিনে। কেউ দেখছেন দুর্ভোগের ছবি, আবার কারও চোখে এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ।