সিরাজগঞ্জ জেলায় আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে মোট ২১ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৩০৪ জন এবং নারী ভোটার ৪ হাজার ১৪৪ জন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২১ হাজার ১২৩ জন ভোটারকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ৫৫ জন আবেদনকারী এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মূলত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণের স্বচ্ছতা ও ভোটারদের অধিকার নিশ্চিত করতেই এই ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা নির্বাচন অফিস আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই অনুমোদিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং তারা বিধি অনুযায়ী ব্যালট পূরণ করে ফেরত পাঠাবেন। পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটার উপস্থিতি বাড়বে এবং দায়িত্ব পালনের কারণে যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Tags: পোস্টাল ব্যালটে ভোট, সিরাজগঞ্জ