সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে মারধরের শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার কথিত প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৪৫ বছর বয়সী আয়নাল হক দেশীগ্রাম ইউনিয়নের কানপুর পাড়ার বাদশা সেখের ছেলে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার ভোরে দেশীগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আমির হোসেন (৪০) ও তার ভাই নুরুল হককে (২৭) আটক করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আমির ও নুরুলের বোনের (৩৫) সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার বিকেলে আয়নাল প্রেমিকার ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে প্রেমিকার বাবা, দুই ভাই ও প্রতিবেশীরা তাকে আটক করে মারধর করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার কিছুক্ষণ পর আহত আয়নাল তার পরিবারের কয়েকজনকে নিয়ে প্রেমিকার বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Tags: তাড়াশ, পরকীয়া, মারধরের শিকার, সিরাজগঞ্জ