সিরাজগঞ্জের ৩টি সংসদীয় আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রার্থী শাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের সমর্থনে (এবি পার্টি) এর সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফের সমর্থনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস.এম সাইফ মোস্তাফিজের সমর্থনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
Tags: নির্বাচন ২০২৬, মনোনয়ন