ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। মনোনয়ন উত্তোলনকারীদের মধ্যে অনেক প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন।
সিরাজগঞ্জ জেলার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করা যাবে বলে জেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানানো হয়েছে।
মনোনয়নপত্র উত্তোলনকারীরা হলেন— সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মল্লিকা খাতুন।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক, জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন, খেলাফত মজলিস মনোনীত মুহা. আব্দুর রউফ সরকার, বিএনপির খন্দকার সেলিম জাহাঙ্গীর রবিন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আলী আলম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুন নবী, এনসিপি মনোনীত প্রার্থী মঞ্জুর কাদের।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির ও মো. মোশাররফ হোসেন শহিদুল।
Tags: মনোনয়ন ফরম, সিরাজগঞ্জ জেলার নির্বাচন কমিশন