1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
শিয়ালকোলে বটগাছের মগডাল থেকে উদ্ধার নাইটগার্ড, এলাকায় চাঞ্চল্য
নতুন সংবাদ
নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা
                   
                       

শিয়ালকোলে বটগাছের মগডাল থেকে উদ্ধার নাইটগার্ড, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বটগাছে নাইটগার্ড
95

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ঘটেছে এক রহস্যজনক ঘটনা। বৃহস্পতিবার ভোরে নাইটগার্ড সেলিম রেজাকে বটগাছের মগডাল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজা দীর্ঘদিন ধরে বাজারে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি প্রায়ই জ্বীনের আছড়ে আক্রান্ত হন এবং এর আগেও তার সঙ্গে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে।

বুধবার রাতে যথারীতি বাজার পাহারায় ছিলেন সেলিম। তবে ভোরে স্থানীয়রা দেখতে পান তিনি বটগাছের মগডালে পড়ে আছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর সেলিম সাংবাদিকদের বলেন, “ভয়ংকর কালো লম্বা এক অবয়ব এগিয়ে এসে আমার গলা ধরে গাছের মগডালে ফেলে রাখে। এরপর আমি সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু কথা বলতে পারছিলাম না।”
বটগাছে নাইটগার্ড
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান বলেন, “রাতে খবর পাই নাইটগার্ডকে জ্বীন হোক বা অন্য কিছু, গাছের মগডালে তুলে রেখেছে। গিয়ে দেখি তিনি ডালের ওপরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন। দ্রুত উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পানি পড়া দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।”

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!