জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে দীর্ঘদিন ধরে এনআইডি সংশোধনের আবেদন নিয়ে হয়রানি ও ভোগান্তিতে থাকা সিরাজগঞ্জসহ সারাদেশের নাগরিকরা দ্রুত সেবা পাবেন।
সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।
এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে ধরে দ্রুত সিদ্ধান্ত প্রদানের জন্য কর্মকর্তাদের বলা হয়েছে।”
ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৮৭ হাজার ৬৪১টি আবেদন এখনও পেন্ডিং রয়েছে, যা দ্রুত সমাধান করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ নির্দেশনা কার্যকর হলে জেলার সাধারণ মানুষ এনআইডি সংশোধনে আরও দ্রুত সেবা পাবেন। বিশেষ করে নামের বানান ভুল, জন্মতারিখের অসঙ্গতি, ঠিকানা পরিবর্তন বা অন্যান্য সাধারণ সংশোধনের আবেদনগুলো আগের তুলনায় অনেক দ্রুত নিষ্পত্তি হবে।
প্রক্রিয়াটি আরও সহজ করতে অনলাইন আবেদন যাচাই, সরল নথিপত্র বিশ্লেষণ ও মাঠপর্যায়ে সরেজমিন যাচাইকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এখন অনলাইনের মাধ্যমেই ভুল তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এর জন্য শুরুতেই এনআইডি পোর্টালে ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে এনআইডি নম্বর দিতে হবে। এরপর অ্যাকাউন্টে ঢুকলে সেখানে লিংক পাবেন অনলাইনে ফি পরিশোধের।
ইসি আশাবাদী, নতুন এ উদ্যোগের ফলে সারাদেশের মতো সিরাজগঞ্জবাসীরও এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ভোগান্তি অনেকটাই কমে আসবে।
এই সাইটে গিয়ে করতে হয় আবেদন https://services.nidw.gov.bd/nid-pub/
Tags: nid correction, এনআইডি সংশোধন