সিরাজগঞ্জে নতুন সহকারী পুলিশ সুপারদের পরিচিতি ও মতবিনিময় সভা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে নতুন সহকারী পুলিশ সুপারদের পরিচিতি ও মতবিনিময় সভা
বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের আগমন উপলক্ষে সিরাজগঞ্জে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপারদের জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে প্রশ্নোত্তর পর্বে পুলিশ সুপার সেবা ও কার্যক্রম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)রা সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।
79
বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের আগমন উপলক্ষে সিরাজগঞ্জে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপারদের জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে প্রশ্নোত্তর পর্বে পুলিশ সুপার সেবা ও কার্যক্রম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)রা সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।