1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে নিরাপদ মাংস বাজার উন্নয়নে নতুন উদ্যোক্তাদের অনুদান
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

সিরাজগঞ্জে নিরাপদ মাংস বাজার উন্নয়নে নতুন উদ্যোক্তাদের অনুদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
150

সিরাজগঞ্জে নিরাপদ ও মানসম্মত মাংস বাজার গড়ে তুলতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত Rural Micro-enterprise Transformation Project (RMTP) নতুন উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে আধুনিক মাংস প্রক্রিয়াজাত প্লান্ট উন্নয়ন কার্যক্রম বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ির মো. ওবায়দুল ইসলাম, যিনি “প্রিমিয়াম মিট” ব্র্যান্ড নামে কাজ করবেন, এবং সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মো. আকতার হোসেন, যিনি “সিরাজগঞ্জ নিরাপদ মিট” ব্র্যান্ড নিয়ে কার্যক্রম চালাবেন। প্রতিটি উদ্যোক্তাকে প্রকল্পের পক্ষ থেকে চুক্তি অনুযায়ী ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনডিপি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় আরও দুইজন উদ্যোক্তা— মো. আবুল কালাম ও মো. ইব্রাহীম হোসেন ফিরোজকে ব্লাস্ট ফ্রিজার ক্রয়ের জন্য অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর থেকে আরএমটিপি প্রকল্পের আওতায় “Safe Meat and Milk Products Market Development” উপ-প্রকল্প সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭টি উপজেলার ২৮টি ইউনিয়নের ২০৫টি গ্রামে প্রায় ২৮ হাজার খামারি ও ১ হাজার উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে কাজ করছে।

অনুদান বিতরণ অনুষ্ঠানে আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদ মন্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!